Posted in Noakhali

Gandhi Ashram Trust

gandi-ashram

The establishment of Gandhi Ashram Trust is rooted with the ‘Peace Mission’ of Mahatma Gandhi immediate after the communal riot in 1946 at Noakhali. Gandhi stayed for about four months in the riot stricken areas. He started moving around the villages and motivates the people of his peaceful co-existence and non-violence philosophy. The day was 29th January 1947 when Gandhiji came to Jayag and all sphere of life greeted him with whole-hearted support.

At that time, Barrister Hemanta Kumar Gosh of the village donated all his resources to Mahatma for the development and peace of the area and “Ambika Kaliganga Charitable Trust” was formed. The office of the Gandhi Peace Mission, formerly known as Gandhi Camp, was shifted to the present campus of Jayag. The Gandhi Camp started working for both peace and charitable functions and it continues till partition of India.

After the partition, especially after the assassination of Mahatma Gandhi, most of the Gandhi followers left Noakhali except a few. The non-secular government of Pakistan come-up with oppression to the Gandhians and majority of them were in jail for almost the lifetime of Pakistan. The properties of the Trust were forcefully taken away by some land gravers and anti-social elements. The activities of the Trust were not possible. The Team manager of Peace Mission Mr. Charu Chowdhury was detained in jail for several times and finally for 1963-71. He was released in 1971 after independence of Bangladesh.

Charu Chowdhury started re-organizing the Ashram in the newly independent Bangladesh and released land and properties from the land gravers. It tooks final shape with the Gazette notification of Bangladesh Government where “Ambika Kaliganga Charitable Trust” was renamed as “Gandhi Ashram Trust”. A committee representing from both Bangladesh and Indian Government was formed to run the activities of the Trust.

Posted in Noakhali

Bazra Shahi Mosque

বজ্রা শাহী মসজিদ

Bazra Shahi Mosque is one of the major archaeological works in undivided Bengal.It is situated 8 miles from district headquarter Maijdee Court. Amir Sanaullah, the owner of Bazra Jaigir started the construction of ‘Bazra’Shahi Mosque’ in the pattern of Tajmahal in the Hizri year 1134. The construction was completed in the Hizri year 1154. The ‘Bazra Shahi Mosque’ is a wonderful embodiment of Moghal architecture. In the year 1922, late Ali Ahmed, the Jaminder of Bazra, plastered the whole exterior of the mosque with piece of China clay, which greatly enhanced the beauty of the mosque.

bajra-3_low-761x643

Posted in Noakhali

Nijhum Deep – নিঝুম দ্বীপ

720full-bangladesh47260_439096762397_515447397_5006078_1295088_n

নিঝুম দ্বীপ

The name ‘Nijhum Dwip’ itself contains a romantic connotation about the place; it gives one a sense of silence and natural splendour unsullied by human exploration. Which it really is? The island is situated between Noakhali and Bholaunder Hatiya upazila Upazila in Noakhali District. It covers a total area of 16,352 hectares. With proper facilities this Island could be prime tourist spot after St. Martins Island.

 At one time it was called Char Osman. It is the southern most island of Bangladeshthat confluence of the Meghna estuary on the Bay of Bengal.
nijhum_dwip10
A surreal vision grows on traveler eyes when they enjoy sprinkling moment with uncovered nature. It’s really rural reflection of Bangladesh but Natural refreshment. No standard   restaurants, road even electricity there. The population in Nijhum Dwip in 2001 was 10,670. At high tide a significant potion of the island becomes covered in water, apart from the cultivated, inhabited areas. Their main occupations are cultivation, fishing and livestock farming. The island produces vegetables in large quantities. People live here together amidst natural calamities. Life in the island is hard and risky but very plain in mind.
 নিঝুম দ্বীপ
There are different species of animal surround of you.Spotted deer, Migratory birds, Monkeys, Estuary reported to harbor the Ganges River Dolphin include Clawless Otter, Fishing Cat, Snakes, Tortoises and Turtles. During winter, thousands of migratory birds visit the islands and around a dozen of which are considered to be globally critically endangered, enhancing its splendour even further.
The forest department of the government of Bangladeshcreated mangrove forests in Nijhum Dwip and the main attraction in these forests is the herd of about 5000 spotted dear. You must be capture picture of deer. That perhaps makes Nijhum Dwip one of the unique tourist spot inBangladesh.
The most important type of tree planted in the island is Keora, also known as Kerfa, which has fast growing roots holding the sandy land. The plant also supplies pillars for houses, materials for making boats and agricultural implements, and fuel for domestic use. In 2001, the government of Bangladeshdeclared Nijhum Dwip forests as National Park. Part of what is now Nijhum DweepNational Park was originally proposed as a Sanctuary for the conservation of a wide variety of waterfowl, including the migratory shorebirds, and a large number of mammals. The area includes a cluster of islands, mainly Ballar Char, Kamlar Char, Char Osman and Char Muri.
Visitor takes remarkable experience of boat journey in the canal which covered the island like net. Visitor invented themselves in silence, their eyes and ears intent on hearing every rustle of the nature. It’s a surreal situation, tour boats had to go under thickets hunched over the canal, known and unknown birds chirping all over the island. On both sides of the canal are forests of kewra. The sky seen through the bush looked too blue to be true.
Getting There …
From Dhaka take a launch from Shadar ghat toTamaruddin of HatiyaDweep. From there youcan get to Nijhum Dweep by local motor boat. Or you can take a bus or train to Chittagong, from there youneed to go toHatiya island by motor boat or Sea Truck. From there you can go to Nijhum Dweep by local motorboat. In Hatiya, you will have to go to Jahazmara Bazar by tempo or jeep. From there you can go to Amtali Ghat or Katakhali Ghat by rickshaw. Engine boats are available there to take you to Nijhum dweep. These boats run depending on the wave and tide of sea.
Places to Stay and Eat
Accommodation is very limited for the tourists in this Island. You can take foods from local restaurants but be careful about the quality of foods. If you stay overnight at Hatiya, there are some boarding hotels. Among them, the best is Monir Chairman’s boarding. Accommodations are not good at Nijhum Dweep and are few in number. Forest Department and District Parishod have Guest Houses in the island, which need prior permission. Both these places provide food.
Information and Photo courtesy: Banglapedia, The daily Star, google, Flickr and others.
সবচেয়ে সুন্দর বর্ণনা জাতায়তের এবং থাকার জায়গার অনলাইন ঢাকা গাইড থেকে নেয়া।

যাতায়াত ব্যবস্থা

ঢাকা থেকে নিঝুম দ্বীপে যাওয়ার সবচাইতে সহজ মাধ্যম হলো লঞ্চ। ঢাকার সদরঘাট থেকে এমভি পানামা-২ (০১৯২৪-০০৪৬০৮) ও এমভি টিপু-৫ (০১৭১১৩৪৮৮১৩) লঞ্চ দুটি ঢাকা-হাতিয়া রুটে চলাচল করে। ঢাকা থেকে ছাড়ে বিকাল ৫ টায় এবং হাতিয়ার তমরুদ্দি থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে দুপুর সাড়ে বারোটায়। লঞ্চে যেতে মোটামুটি খরচ হয় এরকম ভাড়া ডেক ২০০ টাকা, সিঙ্গেল কেবিন ৭০০ টাকা, ডাবল কেবিন ১২০০ টাকা এবং ভিআইপি কেবিন ১৬০০ টাকা। সদরঘাট থেকে লঞ্চযোগে তমরুদ্দি ঘাটে নামতে হয়। সেখান থেকে নিঝুম দ্বীপে যাওয়ার জন্য ইঞ্জিন চালিত ট্রলার রয়েছে। নিঝুম দ্বীপে দুটি ঘাট রয়েছে। একটি হচ্ছে নামার ঘাট এবং অন্যটি বন্দরটিলা ঘাট। নিঝুম দ্বীপ ভ্রমণে গেলে নামার ঘাটে নামাই সুবিধাজনক। কেননা এখানে রিসোর্ট রয়েছে। তমরুদ্দি লঞ্চ ঘাট থেকে নামার ঘাটে যেতে সময় লাগে ২ ঘন্টা ৩০ মিনিট থেকে ২ ঘন্টা ৪৫ মিনিটের মতো। ভাড়া ভ্রমণকরীর সংখ্যার উপর নির্ভর করে। যেমন – ১৫ থেকে ২০ জন লোক একসাথে একটি ট্রলার রিজার্ভ করলে আপডাউন ভাড়া পড়ে ৬,০০০ থেকে ৭,০০০ টাকার মতো। আবার ২০ থেকে ৩০ জন লোক একসাথে একটি ট্রলার রিজার্ভ করলে আপডাউন ভাড়া পড়ে ৮,০০০ থেকে ৯,০০০ টাকার মতো। এছাড়া তমরুদ্দি ঘাট থেকে সড়ক পথে নিঝুম দ্বীপে যাওয়া যায়।

এছাড়া সড়কপথে তমরদ্দী লঞ্চঘাট থেকে নিঝুম দ্বীপ যেতে চাইলে, তমরদ্দী বাজার থেকে টেম্পুতে জাল্যাখালী (জালিয়াখালী) ঘাট অথবা বাসে করে জাহাজমারা ঘাটে এবং সেখান থেকে রিক্সাতে জাল্যাখালী (জালিয়াখালী) ঘাটে যেতে হবে। জাহাজমারা ঘাট থেকে ইঞ্জিনচালিত নৌকায় করে সোজা বন্দরটিলা ঘাট। আগেই বলেছি নিঝুম দ্বীপের ঘাট দুইটি। এবং মূল ঘাট হচ্ছে নামার বাজার ঘাট। তাই বন্দরটিলা ঘাট থেকে যেতে হবে নামার বাজার। ভাড়া ১৫০ টাকার মতো পড়ে।

এছাড়া যারা ঢাকা থেকে সড়ক পথে যেতে চান তাদের জন্য ঢাকার যাত্রাবাড়ী তথা সায়েদাবাদ থেকে রয়েছে নোয়াখালীর বাস। ঢাকা থেকে প্রথমে যেতে হয় মাইজদী সোনাপুর। সোনাপুর থেকে যেতে হবে চেয়ারম্যান ঘাট। সোনাপুর থেকে চেয়ারম্যান ঘাটের দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার। যানবাহন হিসেবে রয়েছে বাস, টেম্পু ও টু-স্ট্রোক বেবিট্যাক্সি। সোনাপুর থেকে থেকে চেয়ারম্যান ঘাট যেতে বেবিতে ভাড়া পড়ে ২৫০ থেকে ৩০০ টাকার মতো। চেয়ারম্যান ঘাট পৌছে  সেখান থেকে ইঞ্জিন চালিত ট্রলার অথবা সী ট্রাকে করে প্রথমে হাতিয়া চ্যানেল পাড়ি দিয়ে যেতে হয় হাতিয়ার নলচিরা ঘাটে। তারপর নলচিরা ঘাট থেকে যেতে হয় দক্ষিণদিকে জাহাজমারা নামক ঘাটে। সময় লাগে ৩০ মিনিটের মতো। আবার জাহাজমারা থেকে ইঞ্জিন চালিত নৌকায় করে যেতে হয় নিঝুম দ্বীপে। তবে, দলবেধে গেলে সরাসরি চেয়ারম্যান ঘাট থেকে ট্রলার রিজার্ভ করে নিঝুম দ্বীপে যাওয়া যায়। উল্লেখ্য এই পথে নিঝুম দ্বীপে যাওয়ার সময় জোয়ারের জন্য অপেক্ষা করতে হয়।

ট্রেনে করে যেতে চাইলে প্রথমে কমলাপুর রেলওয়ে ষ্টেশন থেকে নোয়াখালী রেলওয়ে ষ্টেশন যেতে হবে। এরপর বাসে নোয়াখালী চেয়ারম্যান ঘাট হয়ে উপরের রুট অনুযায়ী নিঝুম দ্বীপে যাওয়া যায়। এ ছাড়া বন্দরনগরী চট্টগ্রামের সদরঘাট থেকেও সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে চট্টগ্রাম থেকে একটি জাহাজ হাতিয়ার উদ্দেশে ছেড়ে যায়।

থাকার ব্যবস্থা

নিঝুম দ্বীপে ভ্রমণে যাওয়ার আগে ঢাকা থেকেই সেখানে থাকার ব্যবস্থা ঠিক করে যাওয়া ভালো। নাহলে পরবর্তীতে সেখানে গিয়ে নানা ধরনের বিপত্তিতে পড়তে হয়। পর্যটকদের থাকার জন্য নিঝুম দ্বীপে নিঝুম রিসোর্ট নামে একটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র রয়েছে। এখানে ৯টি দুই ও তিন বেডের রুম রয়েছে। এছাড়া ২২ বেড বিশিষ্ট ৩টি ডরমিটরি রয়েছে। এখানে থাকতে হলে ঢাকায় অবকাশ পর্যটন লি: এ যোগাযোগ করতে হয়। এই অফিসটি ঢাকার ১৭ নিউ ইস্কাটন রোডের আলহাজ্জ সামসুদ্দিন ম্যানশন এর নবম তলায় অবস্থিত। ফোন: ০১৫৫২৩৭২২৬৯, ৮৩৫৮৪৮৫, ৯৩৪২৩৫১, ৯৩৫৯২৩০। নিঝুম রিসোর্টে প্রতিটি দুই বেডের রুমের ভাড়া ১,০০০ টাকা এবং প্রতিটি ৩ বেডের ফ্যামিলি রুমের ভাড়া ২,০০০ টাকা। আর ১২ বেডের ডরমিটরি রুমের ভাড়া ২,৪০০ টাকা এবং ৫ বেডের ডরমিটরি রুমের ভাড়া ১,২০০ টাকা। উল্লেখ্য প্রতি রুমে একজন করে থাকতে পারে। রুম সংকট হলে সর্বোচ্চ দুই জন থাকতে পারে এবং সেজন্য অতিরিক্ত ১০০ টাকা পরিশোধ করতে হয়। এছাড়া সরাসরি নিঝুম রিসোর্টেও যোগাযোগ করতে পারেন। নিঝুম রিসোর্টে যোগাযোগের ফোন নম্বর ০১৭২৪-১৪৫৮৬৪। এছাড়া মসজিদ বোর্ডিং নামে আরও একটি বোর্ডিং রয়েছে। এখানে সিঙ্গেল ও ডাবল মিলিয়ে ৮টি রুম রয়েছে। নিঝুম রিসোর্টে জেনারেটর ও এটাচর্ড বাথরুমের ব্যবস্থা থাকলেও এখানে জেনারেটর ও এটার্চড বাথরুমের কোনো ব্যবস্থা নেই। মসজিদ বোর্ডিং এ যোগাযোগের ফোন নম্বর ০১৭২৭-৯৫৮৮৭৯। এখানে প্রতিটি সিঙ্গেল রুমের ভাড়া ১২০/১৫০ টাকা এবং ডাবল রুমের ভাড়া ২০০/২৫০ টাকা।

এছাড়াও এখানকার স্থানীয় বাজারে খুব সস্তায় অল্প দামে তিন-চারটি আবাসিক বোডিং রয়েছে। আরও রয়েছে বন বিভাগের একটি চমৎকার বাংলো। পাশেই আছে জেলা প্রশাসকের ডাক বাংলো। এগুলোতে আগে থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে থাকার ব্যবস্থা করা যায়।